তরুণ সংসদ সদস্যদের সাথে জাতিসংঘ মহাসচিব এর স্পেশাল এনভয় অন ইয়ূথ এর মতবিনিময়

ডেস্ক রিপোর্ট

সংসদ ভবনে নাহিম রাজ্জাক এমপির নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের তরুণ সংসদ সদস্যদের সাথে জাতিসংঘ সেক্রেটারি জেনারেল এর স্পেশাল এনভয় অন ইয়ূথ জায়াথমা বিক্রমানায়েকে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তাঁরা সংসদীয় কার্যক্রম, সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা, তরুণ সংসদ সদস্যদের ভূমিকা, এসডিজি এবং বাল্যবিবাহ বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভার সভাপতি নাহিম রাজ্জাক এমপি বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশের এলিট গ্রুপে যু্ক্ত হয়েছে। ফজিলাতুন নেসা বাপ্পি এমপি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের তরুণরা অগ্রণী ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন। জাতীয় পার্টির মো: ইয়াহইয়া চৌধুরী এমপি বলেন,বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি সংসদে উপস্থিত থেকে সরকারী দলের বিভিন্ন কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করছে – – এতে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হচ্ছে।

জায়াথমা বিক্রমানায়েকে বলেন, জাতিসংঘ বাংলাদেশের তরুণ সংসদ সদস্যদের নেতৃত্ব বিকাশে এবং বাল্যবিবাহ প্রতিরোধে একসাথে কাজ করতে আগ্রহী। এসময়ে তিনি বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

নাহিম রাজ্জাক এমপি’র সভাপতিত্বে সভায় বেগম ফজিলাতুন নেসা বাপ্পি এমপি, সেলিনা জাহান লিটা এমপি, অনুপম শাহজাহান জয় এমপি, এডভোকেট নাভানা আক্তার এমপি, সাবিনা আক্তার তুহিন এমপি, মো: ইয়াহইয়া চৌধুরী এমপি এবং পীর ফজলুর রহমান এমপি অংশগ্রহণ করেন।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+