গোসাইরহাটে শোক দিবসে আলোচনা সভাঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে গোসাইরহাট বাজার সংলগ্ন হেলিপ্যাড ময়দান মাঠে গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক এমপি বলেন, শোককে শক্তিতে পরিণত করে জাতির জনকের স্বপ্ন পূরণে সকল ভেদাভেদ ভূলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও আগামী নির্বাচনে জয়লাভ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আজকের এই দিনটিকে স্মরণীয় রাখতে তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালী জাতি মাথা উঁচু করে বিশে^র কাছে বাংলাদেশকে অন্যন্য জায়গায় স্থান করে দিয়েছেন, আর তাঁর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে রোল মডেল হিসেবে বাংলাদেশকে দাঁড় করিয়েছেন।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আর.এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আহসান সিদ্দিকী (লাবু), গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল আহমেদ (বাচ্চু)। এ সময় আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইদ্রিছ, সরকারি শামসুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দৌলত আহম্মেদ চৌধুরী, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক লিটন দেওয়ান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান মোঃ মনিরুজ্জামান, জেলা পরিষদ সদস্য গোলাম রাব্বানী শাকিল চৌধুরী, কোদালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, গোসাইরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবুল খায়ের, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাইনউদ্দিন পেয়াদা, সুজন চৌধূরী, টিপু কোতয়াল, টিটু সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল ফরাজি, সাধারণ সম্পাদক আজমল হোসেন নয়ন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম উপল, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাজু সিকদার, সাধারণ সম্পাদক ইয়ামিন সিকদার, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, জনপ্রতিনিধি, পৌরসভার কাউন্সিলরগণ, মুক্তিযোদ্ধাগন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল-কলেজ, মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ। আলোচনা সভা শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে উপস্থিত লোকের মাঝে ভোজের আয়োজন করা হয়।
এর আগে দলীয় কার্যালয়ে অর্ধনির্মিত রেখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কোরআনখানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে একটি র‌্যালী গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+