শরীয়তপুর জেলার রূপকার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্ভোধন হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় সরকারি পূর্ব মাদারীপুর কলেজ মাঠে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে ও দক্ষিণ ডামুড্যা বন্ধুমহল ক্লাবের সার্বিক সহযোগিতায় পূর্ব ডামুড্যা ফুটবল একাদশ ও নাগেরপাড়া কবি জসিমউদ্দিন সমাজ কল্যাণ ক্রিয়া সংঘের মধ্যকার খেলা দিয়ে শুরু হবে এবারের এই টুর্নামেন্ট।
প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্ট ঘিরে পুরো দমে চলছে মাঠ সার্জা ও বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ।
এতে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে। ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দলকে প্রথম রাউন্ডে দুটি করে খেলা খেলতে হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়।
বিশেষ অতিথি যুব ও ক্রিয়া মন্ত্রাণালয়ের সংসদীয় কমিটির স্থায়ী সদস্য জাহিদ আহসান রাসেল এমপি, গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি ও কবিরুল হক এমপি।
উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাকের পুত্র ও শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক।
আয়োজক কমিটির সভাপতি খালেদ শিকদার ও সদস্য সচিব এ্যাডঃ আবু সাঈদ।
বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
Admin 100+Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated
Admin 100+Torch rally of Bangabandhu Inter-University Sports begins
Admin 100+সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ
Admin 100+