ইন্টার পার্লামেন্টারি ওয়ার্ল্ড কাপ সাংসদদের বিশ্বকাপ প্রস্তুতি

সময় বলে দেওয়া ছিল সাড়ে ৩টা, তার প্রায় আধাঘণ্টা আগেই মিরপুরের একাডেমিতে এসে হাজির নুরুন্নবী চৌধুরী শাওন। ‘বিশ্বকাপ বলে কথা, সিরিয়াস তো থাকতেই হবে। তা ছাড়া অনেক দিন পর খেলতে নামছি… একটু বাড়তি সময় তো দিতেই হবে।’ ছুটির শুক্রবারে একাডেমির সুনসান মাঠে প্রায় এক ঘণ্টা নেটে ব্যাটিং করলেন ভোলার এই সাংসদ। এরপর একে একে সেখানে আসতে শুরু করেন নাঈমুর রহমান দুর্জয়, নিক্সন চৌধুরী, ফাহমী গোলন্দাজ বাবেল, আয়েন উদ্দিন, রাজী মোহাম্মদ ফখরুল, নাহিম রাজ্জাকরা।

পুরো মাঠ তখন গমগম করছে সাংসদের ব্যাট-বলের আওয়াজে। কিন্তু সবার মাঝে একজনকে খুঁজছিলেন বিসিবি সভাপতি ও সাংসদ নাজমুল হাসান পাপন। ‘তন্ময় আসেনি? তন্ময় কোথায়?’ বাগেরহাটের সাংসদ শেখ তন্ময় নাকি বেশ ভালো স্পিন বোলিং করতে পারেন- খোঁজ নিয়ে জেনেছেন নাজমুল হাসান। তার ধারণাটা একেবারে মিথ্যে নয়, নেটে বোলিং করতে নেমে দেখিয়ে দিলেন তা তন্ময়।

অনেকটা শেন ওয়ার্নের ভঙ্গিতে রানিং আপ তার। বোলিংয়ে যে ধার আছে, তার সেটি বুঝে নিয়েছেন দুর্জয়ও। ‘ইংল্যান্ডে ইন্টার পার্লামেন্টারি ওয়ার্ল্ড কাপে আমন্ত্রণ পেয়েছি আমরা। এর আগেও আমরা সাংসদরা ইংল্যান্ডে ক্রিকেট খেলতে গিয়েছি; কিন্তু সেটা ছিল দুই দেশের মধ্যে। এবারে যেহেতু টুর্নামেন্টের নামের সঙ্গে ওয়ার্ল্ড কাপ লেখা আছে, তাই পুরো প্রস্তুতি নিয়েই যাচ্ছি। মাত্র আমাদের ট্রায়াল শুরু হয়েছে। এখান থেকে দল নির্বাচন করা হবে।’ দুর্জয় অবশ্য দল নির্বাচনের এই ভার বিসিবির কোচিং স্টাফদের ওপরই ছেড়ে দিয়েছেন।

সাংসদের এই বিশ্বকাপ দলকে কোচিং করানোর জন্য জাফরুল এহসান ও দীপু রায় চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়াও সব লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বিসিবি। ‘এই টুর্নামেন্টে ভারতের হয়ে শচীন টেন্ডুলকার ও সিধু, শ্রীলংকার হয়ে অর্জুনা রানাতুঙ্গার মতো সাবেক ক্রিকেটাররা খেলবেন। তাই আমরাও বেশ সিরিয়াস। এবারে আমাদের সংসদে প্রায় পঞ্চাশজনের মতো তরুণ সাংসদ রয়েছেন। তাদের মধ্যে থেকেই ট্রায়ালে বেছে পনেরো থেকে কুড়িজনের দল গড়া হবে।’ ইংল্যান্ডে আইসিসি বিশ্বকাপের নকআউট পর্বের মাঝামাঝি ৯ থেকে ১৩ জুলাই এই পার্লামেন্টারি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ১৫ ওভারের ম্যাচে এরই মধ্যে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা আর অস্ট্রেলিয়ার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

তাই টুর্নামেন্টটিকে মর্যাদার লড়াই হিসেবেই দেখছেন নাজমুল হাসান। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই টুর্নামেন্টটি সম্পর্কে জেনেছেন। তিনি বলেছেন, যদি আমরা ফাইনাল খেলতে পারি তাহলে তিনি ইংল্যান্ডে খেলা দেখতে যাবেন।’ পার্লামেন্টারি দলে সুযোগ পাওয়ার জন্য এরই মধ্যে ট্রায়াল দিয়েছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জুনাইদ আহমেদ পলকও। তবে ব্যস্ততার কারণে সবাই প্রতিদিন অনুশীলনে আসতে পারছেন না। তবে নিক্সন চৌধুরী, নাহিম রাজ্জাক আর জুয়েল আরেংয়ের মতো তরুণ সাংসদরা কিন্তু একাডেমি মাঠের এখন নিয়মিত ক্রিকেটার।

শুক্রবারও নেটে দারুণ ব্যাটিং করেছেন নাহিম চৌধুরী। ‘নাহিম ভাই আর আমি ভারতে একই বোর্ডিং স্কুলে পড়তাম। সেখান থেকেই ক্রিকেট খেলার অভ্যাস আমাদের। নাহিম ভাই স্কুলেও ভালো ব্যাটিং করতেন। কিপিংটাও ভালো করেন। আমি অবশ্য গত দু’বছর সেভাবে ব্যাট-বল হাতে মাঠে নামিনি। তবে খেলার চর্চাটা তো আছেই।’ নেটে নাহিম রাজ্জাককে দেখিয়েই বলছিলেন শেখ তন্ময়। তার মতো নিক্সন চৌধুরীরও ক্রিকেটের চর্চা আছে। ‘আমি তো এখনও নিজের এলাকায় গেলে বাচ্চাদের মাঠে খেলতে দেখলে নেমে পড়ি। সপ্তাহে তিন দিনের মতো সেখানে থাকা হয় আমার। আর আমি তো মনে করি সাংসদের সবচেয়ে বেশি ফিটনেস থাকা জরুরি। কেননা আমাদের এলাকায় গিয়ে হেঁটে বেড়াতে হয়। আমার বিশ্বাস, পার্লামেন্টারি এই দলে সুযোগ পেলে কিছু করে দেখানোর চেষ্টা করব। কেননা সেখানেও আমরা দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি।’ নেটে আধাঘণ্টার ব্যাটিংয়ে বেশ ভালোই করেছিলেন নিক্সন চৌধুরী।

সাংসদের মধ্যে আরেক তরুণ ময়মনসিংহ-১ আসনের জুয়েল আরেংও নেটে তেড়েফুড়ে দারুণ কিছু শট খেলেছেন। ভারতের শিলংয়ে স্কুলে পড়ার সময়ই ফুটবলের পাশাপাশি তার ক্রিকেট চর্চা। সেটাই বহু বছর পর আবার মিরপুরের নেটে ঝালিয়ে নিতে দেখা যায় তাকে। এ ছাড়াও রাজশাহী-৩-এর আয়েন উদ্দিনের বোলিং নজর কেড়েছে দুর্জয়ের।

কুমিল্লার সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, ময়মনসিংহের ফাহমী গোলন্দাজ বাবেল আর গাইবান্ধার শামীম হায়দার পাটোয়ারীর আগ্রহেরও প্রশংসা করেছেন নাজমুল হাসান।

জানিয়ে দিয়েছেন, সাংসদ মাশরাফিকে হয়তো পাবেন না তারা; কিন্তু দুর্জয়ের নেতৃত্বে শক্তিশালী দলই গড়া হবে। এরই মধ্যে ট্রায়ালের জন্য মিরপুরে আসার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন চট্টগ্রামের সাংসদ মহিবুল হাসান চৌধুরী নওফেল- ইংল্যান্ডের পড়ালেখা করার সময় সেখানে নিয়মিত ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তার। বাংলাদেশ পার্লামেন্টারি দলের অধিনায়ক দুর্জয়ের অপেক্ষা এখন নওফেলের ক্রিকেট চর্চার পরীক্ষা নেওয়া।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+