আল্লাহ নিকট একদিন সবাইকে জবাবদিহি করতে হবে -নাহিম রাজ্জাক এমপি

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি বলেছেন চিকিৎসকরা মানুষের সেবা করবে তারা ডাক্তার হতে চান। বর্তমান সময়ে অনেক ডাক্তারই সেবার পরিবর্তে সাধারণ মানুষকে শোষন করে নিজে বৃত্ত বৈভব বাড়িয়ে নেন। অথচ আমরা বিশ্বাস করি সেবা হচ্ছে চিকিৎসকদের ধর্ম। তিনি আজ রবিবার ১২ মে তার নিজ নির্বাচনী এলাকার ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। নাহিম রাজ্জাক বলেন আমাদের বিভিন্ন সীমাবধ্যতা থাকতে পারে তবে সীমিত সামর্থের মধ্যে সর্বোচ্চটা দেয়ার নামই হচ্ছে সেবা। তিনি আরো একজন মানুষকে ডাক্তার তৈরী করতে গ্রামের সাধারণ মানুষেরও ভুমিকা আছে। তাদের কথা ভুলে গেলে আমাদের কিছুই করার থাকবেনা ঠিকই তবে আল্লাহব নিকট আপনাদের এক দিন জবাব দিতে হবে। ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেঘনাথ সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তি যোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান বেপারী, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মান্নান রাড়ী ।
এমপি নাহিম রাজ্জাক হাসপাতালেরর জনবল সমস্যা সহ সকল সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+