স্বচ্চ ভাবেই যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযোদ্ধামন্ত্রী(ভিডিও)

২ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যায়ে নব নির্মিত শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স টির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও ফলখ উন্মোচন করে কমপ্লেক্সের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আ কম ম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন শিল্পপতি বীরমুক্তিযোদ্ধা জয়লাল হক সিকদার, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মি ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে উদ্বোধণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্বচ্চ ভাবেই মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সম্পূর্ন করে ২৬ মার্চের মধ্যেই তালিকা প্রকাশ করে অনলাইলে দেওয়া হবে। যাচাই বাছাই সমন্ধে কোন মুক্তিযোদ্ধার অভিযোগ থাকলে তা ১৫ দিনের মধ্যে অপিল করতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধার সনদে যেন আর কারো চাকুরি না হয় এবং যাদের চাকুরি দেয়া হয়েছে তাদের চাকুরি বাদ দেয়া হবে।

[embedyt] https://www.youtube.com/watch?v=3Mip4ZfE1fY[/embedyt]

এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা বেচে আছেই বলেই দেশের গণতন্ত্র বেচে আছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার জীবনের নিরাপত্তার ঝুকি সবচেয়ে বেশি। এখনও স্বাধীনতার বিরোধীরা শেখ হাসিনাকে হত্যার য়ড়যন্ত্র করে যাচ্ছে। তাই গনতন্ত্র রক্ষায় শেখ হাসিনাকে বাচিয়ে রাখতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায় সর্বদা সজাগ থাকতে তিনি মুক্তিযোদ্ধাসহ দেশবাসিকে আহবান করেন। ভবিষ্যত প্রজন্মকেও জয়বাংলার শ্লোগানের ছায়ার নিতে হবে।

[embedyt] https://www.youtube.com/watch?v=XM7axzWTVVg[/embedyt]

তারিখ : January, 31, 2017, 7:14 pm

মাহবুবুর রহমান,শরীয়তপুর প্রতিনিধি

Ref: স্বচ্চ ভাবেই যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযোদ্ধামন্ত্রী(ভিডিও)

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+