উন্নয়ন উদ্ভাবন গবেষনাঃ বাজেট প্রত্যাশা-২০১৭

আমাদের সকলের শ্রদ্বেয় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ২০১৭-১৮ সালে যে, বাজেট প্রস্তাব করেছেন তা ২০২১ সালে একটি মধ্যম আয়ের ও ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতা এবং বাংলাদেশকে উন্নত সমৃদ্ধির বাজেট।
জ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়ায় জ্বালানি ও প্রযুক্তি নিয়ে তারুন্যের ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। বাংলাদেশ সৃষ্টির লক্ষে স্বপ্ন দেখিয়ে ছিলেন বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ হচ্ছে একমাত্র রাষ্ট্র যে, রাষ্ট্র ভাষার জন্য আন্দোলন করেছে এবং জয় লাভ করেছে। জননেত্রী প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে Education System চালু করেছেন। যাতে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের উপস্থিতি শতভাগ ও পুষ্টিকর স্বাস্থ্য সম্মত খাবারের ব্যবস্থা করেছেন এবং প্রথম থেকে দশম শ্রেনী ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে বই বিতরন করছেনে।

নবায়ন যোগ্য জ্বালানি ও প্রযুক্তি নিয়ে তারুন্যের স্বপ্ন আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নসরুল হামিদ বিপু, মাননীয় প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

#ICT #Youth & Sports #বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রশিক্ষন
#নবায়নযোগ্য শক্তি উৎপাদন ও বন্টন #গ্রাহক সেবা বৃদ্ধি
#সোলার শক্তি ব্যবহার#বায়োগ্যাস
#বিজ্ঞান এর ব্যবহার #এলইডি এর ব্যবহার
#প্রিপেইড মিটার #তরুনদের এই সেক্টরে কর্মসংস্থান
#YouthsBudget #MPEMR #NahimRazzaq #NasrulHamid

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+