“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অনন্য অবদান
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে যুব কর্মসংস্থান”
—————————————————————

বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষায় শিক্ষিত আগ্রহী বেকার যুবক ও যুবমহিলাদের জাতি গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত একটি কর্মসূচি।দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের শিক্ষিত যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের অবারিত ক্ষেত্র সৃষ্টিতে এবং নারী উন্নয়ন ও ক্ষমতায়নে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি যুগপৎভাবে যুব বান্ধব এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের সহায়ক। মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত নীতিমালা দ্বারা ন্যাশনাল সার্ভিস কর্মসূচি পরিচালিত।২০০৯-১০ থেকে ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত বরাদ্দ দেওয়া হয় ১৫৬৯ কোটি ১৮ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয় করা হয় ১৪৮১ কোটি ৪৬ লক্ষ টাকা (৯৪.৪০%)। ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্দঃ ৬২০ কোটি টাকা।
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ ৫ম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যাশনাল সার্ভিস কর্মসূচি-৫ম পর্বের উদ্বোধন করেন প্রিয় নেতা জনাব মির্জা আজম এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিশেষ অতিথি জনাব মোঃ রেজাউল করিম হীরা, এম.পি, মাননীয় সভাপতি, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, আমি ও ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন পিপিএম, পুলিশ সুপার, জামালপুর, জনাব ফারুক আহম্মেদ চৌধুরী, চেয়ারম্যান, জেলা পরিষদ, জামালপুর, জনাব আহমেদ কবীর, জেলা প্রশাসক, জামালপুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মির্জা সাখাওয়াতুল আলম মনি, মেয়র, জামালপুর পৌরসভা, জনাব সৈয়দ আতকুর রহমান ছানা, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা, জনাব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা, স্বাগত বক্তব্য রাখেন জনাব আবুল হাছান খান, পরিচালক (ন্যাশনাল সার্ভিস কর্মসূচি) সভাপতিত্ব করেন আনোয়ারুল করিম, মহা-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।