একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়েছে।
বছরের শুরু থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে যা কোন সরকার বছরের শুরুতে পারেনি। এখন শিক্ষার্থীদের মাঝে বই উৎসব হয়। শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। একমাত্র শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে। তাই শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়।
মঙ্গলববার (১২ ই জুন ) বেলা ১২ টায় ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের হলরুমে খোদাবক্স ট্রাস্ট ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর- ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এ সব কথা বলেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শরীয়তপুর -৩ আসনের সাবেক এমপি ও পানি সম্পদ মন্ত্রী মরহুম আব্দুল রাজ্জাকের সহধর্মিণী ফরিদা রাজ্জাক।
20180612_125657-2064×1548
এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, পৌর মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, আঃ রহমান বাবলু সিকদার, সাকেব মেয়র, রেজাউল করিম রাজা ছৈয়াল,থানা যুবলীগ সি,সহ সভাপতি ফেরদৌস সরকার, পৌর যুবলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাদল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ার্যামন, স্থানীয় ওয়ার্ড কমিশনার সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
প্রধান অতিথি বক্তব্যে নাহিম রাজ্জাক বলেন, উন্নত জাতি গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। আওয়ামীলীগ সরকার দেশে মানসম্মত শিক্ষা বজায় রাখতে রাত দিন কাজ করে যাচ্ছে। শিক্ষা খাত থেকে শুরু করে সকল খাতে এখন অবিশ্বাস্য উন্নয়ন। যা কোন সরকারের আমলে হয় নি।
20180612_125831-2064×1548
তিনি আরোও বলেন, ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে একটি বহুতল ভবনের টেন্ডার হবে। ডামুড্যা উপজেলার প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণের কথা চলছে। ডামুড্যা মাদ্রাসার ভবনের কাজ চলছে। শিধুলকুড়া উচ্চ বিদ্যালয়ও ভবনের কাজ চলছে। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আগামীতে শিক্ষার এই সুযোগ সুবিধার ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
খোদাবক্স ট্রাষ্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪০ জন মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত), মাসুদ আহাম্মেদ। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সেকান্দার আলী।