তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় নাহিম রাজ্জাক এমপি

বিবিএন ডেস্কঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ছাত্রলীগের ‘নিউক্লিয়াস’এর অন্যতম, জাতীয় নেতা মরহুম আব্দুর রাজ্জাকের বড় ছেলে নাহিম রাজ্জাক শরীয়তপুর-৩ আসনের পরপর দুইবার নির্বাচিত সাংসদ।তরুণদের জন্য কাজের মাধ্যমেই নিজের আলাদা ইমেজ তৈরী করেছেন নাহিম রাজ্জাক।
শিক্ষা জীবন শেষ করে নাহিম যুক্তরাজ্যে মার্কেটিং বিষয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালের ২১শে আগস্টে আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর গ্রনেড হামলায় তাঁর বাবা আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। এরই প্রেক্ষিতে নাহিম যুক্তরাজ্যের কর্মজীবনে ইস্তফা দিয়ে দেশে ফিরে আসেন এবং রাজনৈতিক কাজে জড়িয়ে পড়েন। ৩ বছরের রাজনৈতিক কার্যকলাপের প্রেক্ষিতে তিনি ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পরে তাঁর বাবা অসুস্থ হয়ে পড়লে তিনি রাজিনীতির পাশাপাশি শরীয়তপুরের উন্নয়নের দায়িত্ব নিজের কাধে তুলে নেন। ২৩ ডিসেম্বর, ২০১১ সালে তাঁর বাবার মৃত্যুর পর তিনি আওয়ামীলীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মত সাংসদ হন। ৫ জানুয়ারী, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এরই মাধ্যমে তিনি ৩৫ বছরের কম বয়সে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিরল গৌরব অর্জন করেন।
Nahim Razzak.jpg
জননেতা আব্দুর রাজ্জাকের আধুনিক শরীয়তপুরের অসমাপ্ত কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। আধুনিক শরীয়তপুর গড়তে হাইটেক পার্ক, নার্সিং ইনস্টিটিউট, আব্দুর রাজ্জাক স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতে ফ্রী ওয়াই ফাই জোন করা হয়েছে।
তরুণ সমাজকে জঙ্গিবাদের কালো থাবা থেকে বাঁচাতে ২০১৪ সালে গড়ে তুলেছেন তরুণদের প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’। এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে সারা দেশের প্রতিভাবান তরুণরা কাজ করার সুযোগ পাচ্ছে।
নাহিম রাজ্জাক এর ছবির ফলাফল
তরুন প্রজন্মের উন্নয়নের অংশ হিসেবে তিনি ২০১৫ সালে ‘ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ (E-commerce Association of Bangladesh) গড়ে তুলতে সাহায্য করেন। বর্তমানে তিনি সংগঠনের অন্যতম পরামর্শদাতা হিসেবে ‘ই-কমার্স’কে বাংলাদেশ ও বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করছেন।
‘জলবায়ু পরিষদ’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের আহ্বায়ক হিসেবে কাজ করছেন।দাতব্য সংস্থা হিসেবে জৈব জ্বালানী ব্যবহার কমাতে এবং নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারে উদ্বুদ্ধ করতে সারা বিস্বের আইনপ্রনেতাদেরকে পরামর্শ দিয়ে থাকে সংস্থাটি।
তরুণদের জন্য সৃজনশীল আইডিয়ার মাধ্যমে নাহিম রাজ্জাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের চিন্তার প্রতিফলন ঘটিয়ে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারের মাধ্যমেও নাহিম রাজ্জাক তরুণদের জন্য কাজ করে যাচ্ছেন। ফেসবুকের মাধ্যমে তরুণদের বিভিন্ন সমস্যার সমাধান, দিকনির্দেশনা দিচ্ছেন। আর, সহজে নাহিম রাজ্জাকের কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছে বলে তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছেন সদালাপী, প্রচারবিমুখ এই সাংসদ।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+