শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকাকে উন্নয়নের মডেল করেছেন নাহিম রাজ্জাক

বিবিএন ডেস্কঃ নাহিম রাজ্জাক এমপি মার্জিত, তারুণ্য, বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগের এক তরুণ নেতৃত্ব। গোসাইরহাট, ভেদরগঞ্জ, ডামুড্যা এই তিন উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর -৩ আসন। এই অঞ্চলের মানুষের আস্থা, ভালবাসার প্রতিদান দিয়ে চলেছেন এমপি নাহিম রাজ্জাক।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ছাত্রলীগের ‘নিউক্লিয়াস’এর অন্যতম, জাতীয় নেতা মরহুম আব্দুর রাজ্জাকের বড় ছেলে হলেন নাহিম রাজ্জাক। তিনি তার পিতার মতই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। তিনি তার নির্বাচনী এলাকাকে উন্নয়নের মডেল করেছেন।
এক নজরে উন্নয়নের দৃশ্যমান প্রকল্প সমুহঃ
নিজের নির্বাচনী এলাকা শরীয়তপুর-৩ এ তার হাত ধরে চলছে উন্নয়নের ধারা।
তিন উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য হাসপাতালগুলোকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেছেন।
কোদালপুর ইউনিয়নে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ১০ শয্যা বিশিষ্ট মাও শিশু হাসপাতাল নির্মাণ করেছেন।
ধানকাটি ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মাও শিশু হাসপাতালের টেন্ডার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পথে।
নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়াতে ১০ শয্যা হাসপাতালের টেন্ডার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পথে।
তিন উপজেলার পুলিশ স্টেশনগুলো আধুনিকায়ন করা হয়েছে।
গোসাইরহাটে শামসুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজে একাধিক বহুতল ভবন নির্মাণ করেছেন।
ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করেছেন।
গোসাইরহাট উপজেলার সাথে সরাসরি কুচাইপট্রি ইউনিয়নের সংযোগ ঘটানোর নিমিত্তে পদ্মার শাখা নদীর উপর ৩০ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করেছেন। যা ‘সাইক্ষা ব্রীজ‘ নামে পরিচিত।
শামন্তসার ইউনিয়নের বাংলা বাজার নদীর উপর ব্রিজ নির্মাণ করেছেন।
গোসাইরহাট পৌরসভায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণ নির্মাণ করেছেন।
বাংলাদেশে সরকারিভাবে প্রত্যন্ত অঞ্চলের বিদুৎ এর চাহিদা মেটানোর জন্য সরকার দুটি পাওয়ার প্লান্ট প্রকল্প নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। তার একটি শরীয়তপুর -৩ নির্বাচনী এলাকায় নির্মিত হবে।
যেসব অঞ্চলে বিদ্যুৎ ছিলনা সেখানে বিদ্যুতায়ন করা হচ্ছে।
বরিশালের সাথে শরীয়তপুরের চলাচল সহজলভ্য করার জন্য আবুপুর থেকে মুলাদী ফেরী ঘাট নির্মাণ করেছেন।
ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যাতে পদ্মার শাখা নদীর উপর প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করেছেন।
এই তিন উপজেলায় সকল স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের সন্তোষজনকহারে উন্নয়ন করছেন।
স্কুলগুলোতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করার কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছেন । তারই বহি:প্রকাশ ঘটেছে উপজেলার দারুল আমানে।তিনি দারুল আমান ইউনিয়নের দারুল আমান উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের মধ্যদিয়ে ডিজিটাল শরীয়তপুর বির্ণিমানে আরো একধাপ এগিয়ে নিলেন।
ভেদরগঞ্জে একটি ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে।
এছাড়াও খেলার মাঠ সংস্কার করে খেলার উপযুক্ত করা হচ্ছে। কাচা রাস্তা ‘পাকা’ করা হচ্ছে। আর্থ-সামাজিক উন্নয়ন করা হচ্ছে।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+