শরীয়তপুরের ডামুড্যার সম্ভুকাঠি ও ভয়রা গজারিয়া গ্রামে প্রায় ৮ কিলোমিটার নতুন বিদ্যুতের লাইন সংযোগ দেওয়া হয়েছে।
এতে ৪শ’ পরিবারে বিদ্যুতের নতুন সংযোগ চালু হলো।
মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিদ্যুতের নতুন লাইন সংযোগ উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও সাহসী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের ৯০ শতাংশ মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে যাবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হতে বেশি দিন লাগবে না।

এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর মাঝি, ডামুড্যা উপজেলা আওয়মী লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দীন আহম্মদ, সহ সভাপতি চৌধুরী জাহাঙ্গীর আলম, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. সোহরাব আলী বিশ্বাস, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন ও পুর্ব ডামুড্যা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম দেওয়ান।