গান গেয়ে মঞ্চ কাঁপালেন কাজী কেরামত আলী

শরীয়তপুর: ভেদরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় এবং এম. এ. রেজা ডিগ্রি কলেজ সরকারীকরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও সুধী সমাবেশে গান গাইলেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।

তিনি “দে দে পাল তুলে দে মাঝি হেলা করিছ না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা” ও “মানুষ তো মানুষের জন্য, জীবন তো জীবনের জন্য” এই দুইটি গান গেয়ে শুনান। এ সময় মঞ্চে উপস্থিত সবাই হাতে তালি দেন। 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এম.এ. রেজা ডিগ্রি কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জ্ঞাপন, সংবর্ধনা অনুষ্ঠান, সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। মানুষের ভাগ্য পরিবর্তন হয়। শিক্ষার্থীরা বিনা টাকায় বই পায়। দেশের রাস্তা ঘাটের কাজ হয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে স্কুল কলেজ জাতীয়করণ হয়। আগে ঢাকা থেকে শরীয়তপুর আসতে সময় কয়েক ঘন্টা লাগতো। এখন আড়াই ঘন্টায় শরীয়তপুরের চলে এসেছি। শেখ হাসিন এবার ক্ষমতায় আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। বিএনপি জামায়াতের ক্ষমতার সময় দেশে উন্নয়ন হয় নাই। এর শুধু লুটপাট করে গেয়েছে। এরা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস সৃষ্টি করেছে। এরা বড় বড় বেশ কয়েকটি হাওয়া ভবন করেন। দেশের উন্নয়ন না করে লুটেপুটে খেয়েছে।

শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাকের উদ্ভোধনে ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম ফজিলেতুন্নেছা বাপ্পি এমপি, শরীয়তপুর জেলার প্রশাসক আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধার সম্পাদক বাবু অনল কুমার দে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারন সম্পাদক আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র মান্নান হাওলাদার প্রমুখ। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্র-ছাত্রী ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও এম.এ. রেজা ডিগ্রি কলেজে আব্দুর রাজ্জাক ছাত্রবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

নিউজজি/ এসআই

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+