রাতারাতি তারকা তৈরি করতে পারে ফুটবল : আরিফ খান জয় এমপি

একটি ফুটবল পারে আপনাকে রাতারাতি তারকা তৈরি করতে। বিশ্ব চিনবে আপনাকে একজন ফুটবল খেলোয়ার হিসেবে।
একজন খেলোয়ার দেশের সম্পদ। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সরকরী পূর্ব মাদারীপুর কলেজ মাঠে আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় এমপি এ কথা বলেন।
 
তিনি বলেন, খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মধ্যে মনোযোগ থাকলে শরীর,স্বাস্থ্য ও মানসিক অবস্থা ভালো থাকে। মাদকের থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প কিছু নেই। আপনারা দেখেছেন দুইদিন আগে দেশের ক্রিকেট অঙ্গনে যে অর্জন তা বাংলাদেশেকে বিশ্বের কাছে শক্তিশালী ক্রিকেটের দেশ বাংলাদেশ হিসেবে পরিচিত করেছে। সেখানে আমাদের জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ইনঞ্জুরি নিয়ে দেশকে ভালোবেসে আবারও ব্যাটিংএ নামে। তার ভালোবাসার কাছে কৃতজ্ঞ বাংলাদেশ। এশিয়া কাপের আগামী খেলাগুলোতেও বাংলার সোনার ছেলেরা বীরের মত জীতবে এটাই হোক আমাদের প্রত্যাশা।
 
উপমন্ত্রী বলেন, এই ডামুড্যায় জন্মেছিল জাতীয় নেতা, জাতীয় বীর, বীর মুক্তিযোদ্ধা পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সফল পানি সম্পদ মন্ত্রী মরহুম আলহাজ্ব আব্দুর রাজ্জাক। তিনি আমার অভিভাবক। তার এলাকায় আসলাম তারই নামে ফুটবল টুনামেন্টের উদ্বোধন করতে। আমার খুব খারাপ লাগছে, কিন্তু তাকে খুব মিস করছি। সংসদের সিনিয়র নেতাদের কাছে মরহুম আলহাজ্ব আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনি। মনে হয় সব ইতিহাস-অতীত। কিন্তু না এখনও আব্দুর রাজ্জাক মারা যাননি। এই ডামুড্যার মানুষ আপনারা তাকে ভুলে যাননি। মৃত্যুর এত বছর পরেও আপনারা তার নামে শ্লোগান দিয়ে যাচ্ছেন। আমি ধন্য আপনাদের ভালোবাসার কাছে।
 
তিনি স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাককে উদ্দ্যেশ করে বলেন, এই শরীয়তপুর জেলার কোন দুস্থ ও গবীর খেলোয়ার থাকলে আপনি আপনাকে জানাবেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের বার্ষিক একটি ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই সাথে এই খেলা পরিচালনার কমিটির কাছে আমি খেলা সুন্দর ভাবে পরিচালনা করার জন্য নগত এক লক্ষ টাকা দিয়ে গেলাম। আগামীতে আপনার মাধ্যমে এই ডামুড্যার খেলা প্রেমী ভাই-বোনদের জন্য এক ট্রাক খেলা সামগ্রী উপহার হিসেবে দিলাম।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডামুড্যার সরকারী পূব মাদারীপূর কলেজ মাঠে টুনামেন্টের উদ্বোধন করেন ইয়াং বাংলার আহবায়ক, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র টুনামেন্টের সভাপতি খালেদ রহমান শিকদার।
 
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর পরিচালক মোঃ সেলিম, সমাজ সেবক চৌধুরী মুহিব্বুর রহমান (বাবু), ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার, ডামুড্যা পৌর মেয়র হুমায়ন কবির বাচ্চু ছৈয়াল, আলহাজ্ব আব্দুর রাজ্জাক গোল্ডকাপ টুনামেন্টের সদস্য সচিব এ্যাড. আবু সাঈদ, দক্ষিণ ডামুড্যা বন্ধুমহল ক্লাবের সভাপতি মোঃ শাহীন ও সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনসহ উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
 
টুনামেন্টের উদ্বোধনী ম্যাচে পূর্ব ডামুড্যা ফুটবল একাদশ বনাম নাগেরপাড়া কবি জসিম উদ্দিন সমাজ কল্যান ক্রীড়া সংঘ। খেলায়  পূর্ব ডামুড্যা ফুটবল একাদশ ২-১ গোলে নাগেরপাড়া কবি জসিম সমাজ কল্যান ক্রীড়া সংঘকে পরাজিত করে।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+