আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ কাজ পরিদর্শন, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনে আসার কথা রয়েছে। পরিদর্শন শেষে তিনি পদ্মা পাড়ে জনসভা করবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের শিবচরে জনসভাস্থল নির্ধারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তিনটি স্থান পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে তার জনসভাস্থল নির্ধারণ করতে বৃহস্পতিবার বিকেলে শিবচরে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এমপি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল এমপি, নাহিম রাজ্জাক এমপি, মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট এলাকার মাঠ, বাখরের কান্দি পদ্মা সেতুর পুনর্বাসন কেন্দ্র মাঠ, কাওরাকান্দি ঘাট এলাকার মাঠ পরিদর্শন করেন।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী জানান, ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করবেন। এদিন শিবচরে তার জনসভা করার কথা রয়েছে। জনসভাস্থল নির্ধারণ করতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তিনটি স্থান পরিদর্শন করেছেন। এখনো স্থান নির্ধারণ করা হয়নি।