নৌকা মার্কায় ভোট দিলে আগামী তে বিশ্বের এক নাম্বার দেশ হবে বাংলাদেশ – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিম

বাংলাদেশে আর মাত্র ৭ থেকে ৮ শতাংশ বাকি আছে বিদ্যুৎ আয়োন করার।

আগামী ডিসেম্বরের মধ্যে আমরা শতভাবে চলে যাবো। সন্দিপের মত একটি দীপেও এখন শতভাগ বিদ্যুৎ রয়েছে। নৌকা মার্কায় ভোট দিলে আগামী তে বিশ্বের এক নাম্বার দেশ হবে। গোসাইরহাটে সুধী সমাবেশে বক্তব্যকালে বিদ্যুৎ, জ্বালানী ও খ‌নিজ সম্পদ প্র‌তিমন্ত্রী নসরুল হা‌মিদ বিপু এম‌পি।

বৃহস্প‌তিবার সকাল ১১ টায় গোসাইরহাট উপ‌জেলা হেলিপ্যাড মাঠে গোসাইরহাট ও ভেদরগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্ভোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী আরোও বলেন, সমুদ্রের নিজ দিয়ে আমরা প্রায় ২০ কিলোমিটার ইলেকট্রিক ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়ন করা হয়েছে। কেউ তো কল্পনা করে নাই যে দ্বীপের মত জায়গায় বিদ্যুৎ যাবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য হয়েছে।  প্রধানমন্ত্রীর ২৪ ঘন্টা এই দেশের মানুষের কথা চিন্তা করেন। কিভাবে তাদের ভালো করা যাবে। যার পরিবারের ১৬ জন কে হত্যা করছে। কয়েকবার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। তারপরও তিনি বিন্দুমাত্র সরে আসেন নাই। তিনি আমাদের কে বারবার বলছেন জনগণের কথা বলতে। তাদের কথা শুনতে। তাদের কাছে যেতে। তিনি বাঙালিদের প্রতিষ্ঠা করার জন্য দিনরাত কাজ করেন। বিশ্ব এখন তাকে রোল মডেল হিসেবে ভাবেন।

২১ শে আগস্ট গ্রেনেট হামলার ব্যাপারে বলেন, আমাদের নেতা কর্মী ২১ শে আগস্ট গ্রেনেড হামলা যত জন মারা গেছে তার চেয়ে তিন গুন আহত হয়েছে। এখনো তারা সেই দিনটার কথা ভুলতে পারে নাই। তাদের পরিবার নির্শ হয়ে গেছে। তার পরের দিন আমার পার্লামেন্টে কথা পর্যন্ত বলতে পারি নাই। সুযোগ দেওয়া হয় নাই। কোন থানায় মামলা নিতে দেয় নাই। আল্লাহ তাদের বিচার করেছে। তবে পরিকল্পনার মূল হোতা তারেকের ফাসি হওয়া উচিত ছিলো। এই মামলার রায়ে সবার সমর্থন রয়েছে। বিদেশীরা ওদের ছি ছি দিয়েছে। বাংলাদেশের একটি স্বাধীনতাকামী দেশ কে যার স্বাধীনতা সংগ্রামের সময় নেতৃত্ব দিয়েছে তাদের ধ্বংস করার লক্ষ্যে এই প্রচেষ্টা চালানো হয়।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আস‌নের সংসদ সদস্য না‌হিম রাজ্জাক। শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তা‌হেরে‌র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর অতি‌রিক্ত পু‌লিশ সুপার আল মামুন শিকদার, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক অনল কুমার দে, গোসাইরহাট উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান সৈয়দ না‌সির উদ্দিন, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আরএম সে‌লিম শাহ‌নেওয়াজ, উপ‌জেলা সভাপ‌তি শাহজাহান শিকদার, গোসাইরহাট উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান দেওয়ান ‌মো. শাহজাহান, জেলা প‌রিষ‌দের সদস্য শা‌কিল চৌধুরী, উপ‌জেলা ছাত্রলী‌গের মোস্তফা কামাল ফরাজী, সাধারণ সম্পাদক নয়ন দেওয়ানসহ উপ‌জেলা আ.লীগও তার অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+