দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই- নাহিম রাজ্জাক

বুধবার সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত তার শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার বিভিন্নস্থানে ব্যাপক গণসংযোগ করেন নাহিম রাজ্জাক এমপি। এসময় তিনি কয়েকটি পূজাম-প পরিদর্শন করেন এবং ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর, মহিসার ও রামভদ্রপুর প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন ও নতুন ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় এসব প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে নাহিম রাজ্জাক এমপি বর্তমান সরকারের বিভিন্ন সফলতা ও উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন এবং দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় সঙ্গে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার তোফাজ্জাল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারিসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক লোক উপস্থিত ছিলেন। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে নৌকার প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য নাহিম রাজ্জাকের কোন বিকল্প নেই বলে স্থানীয় দলীয় নেতাকর্মীসহ সাধারণ লোকজন মন্তব্য করেছেন।

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত শরীয়তপুরে বিগত সরকারের আমলে তেমন কোন উন্নয়নমূলক কাজ না হলেও আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই নাহিম রাজ্জাকের নেতৃত্বে শরীয়তপুরের ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার চরাঞ্চলে রাস্তাঘাট, সেতু-কালভার্ট, বিদ্যুতসহ আর্থ-সামাজিকতার ব্যাপক উন্নয়ন হওয়ায় খুশী এ অঞ্চলের মানুষ। এলাকাবাসী জানান, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের অক্লান্ত পরিশ্রমের ফসল আজ ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকার নানা উন্নয়ন। সংসদ সদস্য নাহিম রাজ্জাকের কঠোর প্রচেষ্টায় এ অঞ্চলের ৯৫ ভাগ মানুষ আজ বিদ্যুত সংযোগের আওতায় এসেছে। একই সঙ্গে এ উন্নয়নের জন্য শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কঠোর পরিশ্রমকেও গুরুত্বের সঙ্গে দেখছেন শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার মানুষ।

বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দারিদ্র্য বিমোচনে গ্রামীণ উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণেই মূলত চরাঞ্চলের উন্নয়নে সফলতা এসেছে বলে সাধারণ মানুষ মনে করেন। গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাবিখা, কাবিটা ও কর্মসৃজন প্রকল্পসহ নানা উন্নয়নমুখী পদক্ষেপে পাল্টে গেছে চরাঞ্চলের জীবনযাত্রার মান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^র কাছে বাংলাদেশকে একটি উন্নত ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা বাংলায় যে উন্নয়ন হচ্ছে তারই ধারাবাহিকতায় নেত্রীর নির্দেশে আমি আমার নির্বাচনী এলাকা ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার জন্য এই অঞ্চলের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+