মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ডামুড্যার উপজেলার অন্যতম বিদ্যাপীঠ মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধানকাঠি ইউনিয়নের বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ভবনটির নির্মান কাজের উদ্বোধণ করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জক।

মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মীর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সরকারের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, মো. আবু ছাইদ শেখ, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, মো. আক্তার হোসেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের, কর কমিশনার মো. আলী আসগর, ঢাকা কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জম হোসেন মোল্যাহ্, ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার, বিশিষ্ঠ সমাজ সেবক সৈয়দ ইকবাল হোসেন ( ওসমান)।

প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শিক সৈনিক প্রয়াত জননেতা আব্দুর রাজ্জাক আমাদের আধুনিক শরীয়তপুরের স্বপ্ন দেখিয়েছিলেন। ১৯৯৬ সালের পূর্বে এই এলাকাতে দেড় কিলোমিটারের বেশি পাকা রাস্তা ছিলো না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জাতীয় নেতা আব্দুর রাজ্জাক এই অঞ্চলকে আধুনিক রূপ দিতে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড হাতে নেন। সে সময় ৩শ’ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান ছিলো। ২০০১ সালে বিএনপি জামায়ত জোট ক্ষমতায় এসে চলমান ৩শ কোটি টাকার প্রকল্প থেকে ২শ কোটি টাকা কেটে নিয়ে যায়। যার কারণে আমরা উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে পড়ি।

তিনি বলেন, ২০০৮ সালে আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আব্দুর রাজ্জাকের স্বপ্ন চলমান উন্নয়নের ধারা আবারও সচল করতে সক্ষম হই। বিগত ১০ বছরে এই অঞ্চলে ব্যপক উন্নয়নমূলক করেছে সরকার। অবকাঠানো উন্নয়নে শেখ হাসিনা সরকার আমাদের এই দক্ষিণাঞ্চলকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নিয়ে এসেছে। আজকে পদ্মা সেতু বাস্তুবায়ন হতে যাচ্ছে। পদ্মা সেতু বাস্তবায়ন হলে এই এলাকার সম্ভাবনার দ্বার খুলে যাবে।

নাাহিম রাজ্জাক বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থকে সবার উপরে গুরুত্ব দিয়ে থাকেন। আমাদের এই এলাকাতে মানসম্মত শিক্ষা বড় চ্যালেঞ্জ। ইতোমধ্যে ডামুড্যা এবং ভেদরগঞ্জে আমরা টেকনিক্যাল কলেজের অনুমোদন পেয়েছি। আগামী ২৭ অক্টোবর এই কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধণ করবেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। ডামুড্যা উপজেলার মধ্যে শুধুমাত্র মীর মজিদ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন একবারে নির্মাণ করতে যাচ্ছি এমন নয়। আমার নির্বাচনী এলাকার মধ্যে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে নতুন একাডেমীক ভবন নির্মাণ করা হয়নি বা ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়নি।

তিনি আরও বলেন, ভেদরগঞ্জ ও গোসাইরহাটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ শুরু করেছি। বাকি ডামুড্যা উপজেলাও শীঘ্রই কাজ শুরু করবো। পড়ালেখার পাশাপাশি আমরা সাংস্কৃতিক ও খেলাধুলার জগতে নতুনত্ব আনতে যাচ্ছি। এ সব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। তা না হলে আবার আমরা পিছিয়ে যাবে। এজন্য সকলের প্রতি নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার আহবান জানাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে- জেলা যুবলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আবদুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মাল, ইসলামপুর ইউপি চেয়ার‌ম্যান আমিনউদ্দিন ঢালী, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা, আব্দুর রাজ্জাক বেপারী, আবুল হোসেন মোল্যা, গোলাম মাওলা রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+