বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগ সংলাপে বসবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।
মঙ্গলবার দুপুরে পূর্ব মাদারীপুর কলেজ মাঠ প্রাঙ্গণে পূর্ব মাদারীপুর কলেজ সরকারিকরণ উপলক্ষ্যে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি একটা নেতাহীন দল। দুর্নীতির কারণে দলের প্রধান খালেদা জিয়া জেলে এবং তারেক জিয়ার যাবজ্জীবন হয়েছে।
বিএনপিকে খুনী দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ২০১৩ সালে হত্যা, খুন, অগ্নিসংযোগ করেছিল। নির্বাচন বানচাল করার জন্য ২০১৪ সালে পেট্রোল, বোমা, নিক্ষেপ করেছিল এবং অনেক মায়ের কোল খালি করেছে। শুধু তাই নয় ৫০০ স্কুল ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল। ২২ জন পুলিশ সদস্যকে হত্যা করেছিল। তারপরও তারা সফল হয়নি। আবারো ২০১৫ সালে হরতাল, অবরোধ করেছিল সফল হয়নি। আগামীতো বিএনপি সফল হবে না।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
এ সময় ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাবেক মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, পূর্ব মাদারীপুর কলেজের অধ্যক্ষ জহিরুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি বিএম আ. সাত্তার, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শামিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক কামরুজ্জামন মন্টি মাঝি প্রমুখ উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশ শেষে আলহাজ্ব আব্দুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন, পূর্ব মাদারীপুর কলেজ ৪ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ডামুড্যা পৌরসভা ”ক” শ্রেণিতে উন্নতিকরণসহ ৩ তলা ভবন উদ্বোধন, ডামুড্যা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন মন্ত্রী।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৮/মাহবুব
বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
Admin 100+Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated
Admin 100+Torch rally of Bangabandhu Inter-University Sports begins
Admin 100+সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ
Admin 100+