দক্ষিণাঞ্চল হবে বাংলাদেশের সিঙ্গাপুর: তোফায়েল আহমেদ

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নয়নশীল বাংলাদেশ এবং ৪১ সালের মধ্যে হবে উন্নত বাংলাদেশ। আর ২০ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে সেখানে রেললাইন হবে। দক্ষিণাঞ্চল হবে বাংলাদেশের সিঙ্গাপুর।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের ডামুড্যা পূর্বমাদারীপুর সরকারি কলেজ মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করেছেন। তিনি পদ্মা সেতু করেছেন, পায়রা বন্দরে বিদ্যুৎকেন্দ্র করেছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন। দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল একটি বাংলাদেশের স্বাধীনতা, আর একটি হলো ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। তিনি সে কাজটি করে যেতে পারেননি। তার কন্যা শেখ হাসিনা দক্ষতার সঙ্গে তা বাস্তবায়ন করছেন।

তোফায়েল আহমেদ বলেন, আন্তর্জাতিক বিশ্বে রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি বলা হয় অর্থাৎ মানবতার মা। বাংলাদেশে গড় আয়ু বেড়েছে, যা পাকিস্তান ও ভারতের থেকে ও বেশি। বাংলাদেশের মাতৃমৃত্যুর হার কমেছে।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি অনেক চমৎকার। কোনো কোনো খাতে ভারত থেকেও ভালো। তিনি যদি ফের প্রধানমন্ত্রী হন ২১ সালের মধ্যে রফতানি ছাড়িয়ে যাবে ৬০ মিলিয়ন ডলারে। রেমিটেন্স, রিজার্ভ, বিদ্যুৎ উৎপাদন সবচেয়ে বেশি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ২০১৩ সালে জামায়াত জোট সরকার অবরোধের নামে হত্যা, খুন, অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে মেরেছে। ২০১৪ নির্বাচন বানচাল করার জন্য অনেক মায়ের কোল খালি করেছে। লুটপাট ও নিষ্পাপ শিশু হত্যা করেছে পেট্রলবোমা মেরে। ৫০০ স্কুল পুড়িয়ে দিয়েছে। ২২ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে। সফল হয়নি।

তিনি বলেন, ২০১৫ সালে হরতাল অবরোধের নামে নৈরাজ্য করার চেষ্টা করে ও সফল হতে পারেনি। আগামী দিনগুলোতে ও কোনো নৈরাজ্য করে সফল হতে পারবে না। এখন বিএনপি নেতাহীন দল। দলের প্রধানের সাজা হয়েছে। ভারপ্রাপ্ত যিনি গ্রেনেড হামলার মতো জঘন্য অপরাধ করে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছে ড. কামাল হোসেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে চান। ১ নভেম্বর এ সংলাপ হবে। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে সভায় অন্যদের বক্তব্য রাখেন নাহিম রাজ্জাক এমপি, পুলিশ সুপার আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

এর এগে মন্ত্রী আলহাজ আবদুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনা, ডামুড্যা পৌরসভা ক শ্রেণিতে উন্নীতকরণ ও ডামুড্যা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনসহ কয়েকটি উন্নয়নকাজের ফলক উন্মোচন করেন।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+