শরীয়তপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাহিম রাজ্জাক এমপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার বেলা ১১টায় তার নিজ বাসভবনে লিখিত ইশতেহার পাঠ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা আ’লীগ সভাপতি কামাল উদ্দিন আহমেদ, পৌর মেয়র হুমায়ূন কবির বাচ্চ, উপজেলা আ’লীগ সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদার, উপজেলা আ’লীগ উপদেষ্টা খালেদুর রহমান শিকদার, মহিববুর রহমান চৌধুরী বাবু, জেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক আবদুর রশীদ গোলনদাজ, সাবেক মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল প্রমুখ। ইশতেহারে নাহিম রাজ্জাক বলেন, আমি নির্বাচিত হলে এবং আওয়ামী লীগ সরকার গঠন করলে ডামুড্যার তিনখাম্বা থেকে ভেদরগঞ্জে বাঐকান্দি সড়কটি প্রস্তুত করব। গোসাইরহাট উপজেলার ১২শ’ একর জমির ওপরে ইকোনমিক জোন গড়ে তুলব। যেসব স্কুলে ভবন নির্মাণ বাকি আছে সেগুলো এবং অন্যান্য সেক্টরে যেসব উন্নয়ন কাজ বাকি আছে সেগুলো সমাপ্ত করব। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমার নির্বাচনী এলাকার (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জের একাংশ) মানুষের অনেক উল্লাস হয়েছে। আমরা যে প্রতিস্তুতি দেই তা পূরণ করি।
বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
Admin 100+Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated
Admin 100+Torch rally of Bangabandhu Inter-University Sports begins
Admin 100+সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ
Admin 100+