গতকাল (মঙ্গলবার) শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, আমারা মুসলমান ইসলাম আমাদের ধর্ম।ইসলামের সঠিক শিক্ষা না থাকায় আমাদের মাঝে বিবাদ-বিরোধ সৃষ্টি হচ্ছে। ইসলাম শান্তির ধর্ম সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ইসলামে বাহিরে যাওয়ার কোন সুযোগই নাই। নাহিম রাজ্জাক তার নির্বাচনী এলাকা ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুরে বেগম খায়রুন নেছা-মুজিব নুরনী ও হাফেজী মাদ্রসার ২দিনব্যাপি বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার পিতা জাতির জনকের ন্যায় ইসলামকে ভালবাসেন। তাইতো তিনি প্রতি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক গবেষনা কেন্দ্র স্থাপন করছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা, শিল্পপতি,সমাজ সেবক ও শিক্ষানুরাগী মহিব্বুর রহমান চৌধুরী(বাবু)র সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি,ঐতিহ্যবসহী বুড়িহাট জামে মসজিদের খতিব মাওলানা সাব্বির আহমেদ ওসমানি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিন উদ্দিন ঢালী, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা,ইসলামপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ মাদবর। মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি খবিরউদ্দীনের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক মোফাসসির কোরআন, হযরত মাওলানা গোলাম আজম, বিশেষ বক্তা ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বাংলা ভিশনের আলোচক হযরত মাওঃমাসুম বিল্লাহ ইবনে নাইম,হযরত মাওলানা মুফতি কবির আহমদ ফরীদি ও মাওঃআবু ইউসুফ।
বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
Admin 100+Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated
Admin 100+Torch rally of Bangabandhu Inter-University Sports begins
Admin 100+সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ
Admin 100+