সিআরআই’র আয়োজনে নারীর প্রতি সহিংসতা-সুরক্ষা কর্মশালা

নারীর প্রতি সহিংসতা ও ঘরে বাহিরে নারীর সুরক্ষা’ এ স্লোগানে সাভারে শেষ হয়েছে ৩ দিনব্যাপী কর্মশালা। বুধবার (৩ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মুক্ত আলোচনার মধ্যদিয়ে সিআরআই আয়োজনে এ কর্মশালা শেষ হয়।  সোমবার (১ এপ্রিল) কর্মশালার উদ্বোধন করা হয়।
সিআরআই এর ইয়ুথ নেটওয়ার্ক ইয়াং বাংলার ৩২ জন সদস্য নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা ২০১৫, ২০১৭ এবং ২০১৮ সালে বিভিন্ন বিভাগে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। এসময় নারীর প্রতি বিভিন্ন সহিংসতা চিহ্নিত করে সমাধানে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
সিআরআইসূত্র জানায়, কর্মশালার প্রথম দিন নারীর প্রতি সহিংসতার মৌলিক দিক নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে কর্মশালার সূচনা হয়। এছাড়া বিভিন্ন ধরণের সহিংসতা, জেন্ডারের জৈবিক ও সামাজিক দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা দলীয়ভাবে ও আলাদাভাবে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নারীর প্রতি বিভিন্ন ধরণের সহিংসতা চিহ্নিত করেন এবং এর সম্ভাব্য কারণ চিহ্নিত করেন।
কর্মশালার বিষয়বস্তু ও আলোচনার ধারাবাহিকতায় ইয়াং বাংলার সদস্যরা একটি আত্ন-প্রতিফলনমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে কর্মশালার বিভিন্ন বিষয়ে জানতে পারে এবং আলোচনা করে।
এছাড়া অংশগ্রহণকারীরা পুরুষ, পুরুষত্ব, পৌরুষ এবং পুরুষতন্ত্র নিয়ে আলোচনা করেন। কিভাবে নারীর প্রতি সহিংসতা উদ্ভূত হয় এ বিষয়েও আত্ম-প্রতিফলনমূলক মুক্ত আলোচনা করা হয়।
প্রথম দিনের আলোচনার আলোকে দ্বিতীয় দিনের কর্মসূচির শুরু হয়। এ দিন পাবলিক প্লেসে নারীর সুরক্ষা কিভাবে নিশ্চিত করা যেতে পারে এ নিয়ে দলগত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধারণা আদানপ্রদান করেন।
অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করতে মিট দ্য রিয়েল চেইঞ্জমেকার শীর্ষক একটি সেশনের আয়োজন করা হয়। এছাড়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং পাবলিক প্লেসে নারীর সুরক্ষা নিশ্চিতকল্পে সম্ভাব্য করণীয় নিয়ে ইয়াং বাংলার তরুণরা কাজ করতে পারে সে নিয়েও একটি আত্ম-প্রতিফলনমূলক ও দলগত আলোচনা করা হয়। এই কর্মশালার মাধ্যমে ইয়াং বাংলার সদস্য প্রতিষ্ঠান গুলো একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করে যা তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানে বাস্তবায়ন করবে।
কর্মশালার তৃতীয় দিন একটি প্যানেল আলোচনার মাধ্যমে কর্মশালার সূচনা হয়। এতে অংশগ্রহণ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজি রিয়াজুল হক, সংসদ সদস্য অ্যারমা দত্ত, শরমিলা রসুল, ইউএনডিপি মানবাধিকার বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফওজিয়া করিম।
সংসদ সদস্যদের অংশগ্রহণে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং পাবলিক প্লেসে নারীর সুরক্ষা নিশ্চিত করতে বর্তমানে কি কি নীতিনির্ধারণী ও আইনগত কাঠামো রয়েছে এবং আরও কি কি করণীয় রয়েছে তা নিয়ে আলোচনার মাধ্যমে প্যানেল আলোচনা এবং কর্মশালা শেষ হয়। এতে আলোচক ছিলেন নাহিম রাজ্জাক এমপি, ওয়াসেকা আয়েশা খান এমপি, জুয়েল আরং এমপি।
তিন দিনের এই কর্মশালা সেন্টার ফর মেন অ্যান্ড ম্যাসকুলিনিটি স্টাডিজ (সিএমএমএস), ইউএনডিপির পার্টনারশিপে আয়োজিত হয়েছে। সিএমএমএস এর চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ বিভিন্ন সেশন পরিচালনা করেন।
আয়োজন নিয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, ‘নারীর প্রতি সহিংসতা কেন হয়,  গৃহে-পরিবারে-কর্মক্ষেত্রে সহিংসতা নিয়ে অনেকেই কাজ করছে, এছাড়াও রয়েছে পাবলিক প্লেসে নারীর প্রতি সহিংসতা। এটা নিয়ে দেশজুড়ে কাজ করতে হলে আমাদের এ বিষয় সম্পর্কে জানা দরকার। সেজন্যই এ কর্মশালা।’

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+