বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯ আজ হারলেও কাল জিতব

দেশের ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে মাসব্যাপী অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯। এর শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্পেলবাউন্ড লিও বার্নেটের প্রস্তাবনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পোলার আইসক্রিমের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার ১০টি ইভেন্টের মধ্যে সর্বাধিক পদক জয়ে অর্জিত পয়েন্টের ভিত্তিতে যবিপ্রবি এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার সমাপনী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী বিশ্ববিদ্যালয়ের হাতে ট্রফি তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। খেলাধুলায় আরো বেশি উত্কর্ষ অর্জন করতে হবে। খেলায় হারজিত থাকবে, তবে ‘আজ হারলেও কাল জিতব’ এমন মানসিকতায় জাতির পিতা নিজেকে গড়ে তুলেছিলেন।’ সমাপনী দিবসে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার দুটি ইভেন্ট ১০০ মিটার দৌড় (পুরুষ ও মহিলা) এবং ফুটবলের (পুরুষ) ফাইনাল অনুষ্ঠিত হয়। ১০০ মিটার দৌড় পুরুষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল চন্দ্র সূত্রধর এবং ১০০ মিটার দৌড় মহিলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের তামান্না আখতার বিজয়ীর গৌরব অর্জন করেন। আর তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে ফুটবল শিরোপা জিতে নেয় সবগুলো প্রতিযোগিতার অন্যতম ফেবারিট দল গণ বিশ্ববিদ্যালয়। এছাড়া পুরো প্রতিযোগিতার সবগুলো খেলা মিলিয়ে সেরা খেলোয়াড় (পুরুষ) খেতাব জিতে নেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল চন্দ্র সূত্রধর, অন্যদিকে সেরা খেলোয়াড় (মহিলা) নির্বাচিত হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তামান্না আখতার।

অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শ্রেষ্ঠত্বের শিরোপার পথে যশোর ৫টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জয় করে সর্বমোট ৬৩ পয়েন্ট অর্জন করে। তাদের নিকট প্রতিদ্বন্দ্বী ইসলামী বিশ্ববিদ্যালয় ৪৯ পয়েন্ট অর্জন করে। প্রতিযোগিতার সমাপনী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছিল। সকাল থেকেই নানা উদযাপনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। দর্শক-শ্রোতাদের উদ্দেশে আয়োজিত কনসার্টে আর্টসেল, আভাস ও অবলিক গান পরিবেশন করেন। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদ, সাধারণ ছাত্রছাত্রী, দর্শক ও অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রচণ্ড দাবদাহ সত্ত্বেও জমে উঠেছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্ববৃহত্ এই ক্রীড়া আয়োজন। আয়োজক যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরিকল্পনা ও পরিচালনা প্রতিষ্ঠান স্পেলবাউন্ড লিও বার্নেটের দক্ষ ব্যবস্থাপনায় সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত হয় তারুণ্যের এই মিলনমেলা। ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী দিবসে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তারুণ্যের বিকাশের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং একটি দেশ গঠনে তারুণ্যের ভূমিকা ও কর্তব্য আরো একবার স্মরণ করিয়ে দেন। তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং বঙ্গবন্ধুুর নেতৃত্বে দেশ গড়বার প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং সচিব ড. জাফর উদ্দিন নিজ নিজ বক্তৃতায় প্রধানমন্ত্রীকে তাঁর ক্রীড়াবান্ধব ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং দেশের সচেতন ও কর্মঠ যুবসমাজ গঠনে এই প্রতিযোগিতার নিয়মিত আয়োজনসহ ক্রীড় ও অন্যান্য ক্ষেত্রে নানাবিধ উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্পেলবাউন্ড লিও বার্নেট, সকল বিশ্ববিদ্যালয়, সকল ফেডারেশন, পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানসহ সবাই এই প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য অভিবাদন জানান।

আজ হারলেও কাল জিতব

সেরা পুরুষ ক্রীড়াবিদ

উজ্জ্বল চন্দ্র সূত্রধর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আমি পড়াশোনা করেছি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সায়েন্সে। এবারের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি ছিল না। লিগামেন্টে সমস্যার জন্য বসে ছিলাম। এ অসুস্থতা নিয়েও পরিবার ও বন্ধুদের অনুপ্রেরণায় অংশগ্রহণ করি। ২০০ মিটার দৌড়ে ২২.৯০ সেকেন্ড নিয়ে প্রথম হয়েছি। লং জাম্পে ৬.৬৮ মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম হয়েছি। ভবিষ্যত্ পরিকল্পনা হলো, আমি বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগের শিক্ষক হতে চাই। যারা খেলাধুলা করতে চায়, আমি তাদের নিজের হাতে তৈরি করার স্বপ্ন দেখি।

আজ হারলেও কাল জিতব

সেরা নারী ক্রীড়াবিদ

তামান্না আক্তার

ইসলামী বিশ্ববিদ্যালয়

২০০ মিটার দৌড় প্রতিযোগিতার নারী বিভাগে ২৮.৩০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক লাভ করেছি। ১০০ মিটার হার্ডলসেও ১৭.৫০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছি। সবমিলিয়ে আমি পুরো প্রতিযোগিতায় সেরা নারী ক্রীড়াবিদের খেতাব পেয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ে আসার আগে বিকেএসপিতে ছিলাম, ফলে খেলাধুলার চর্চা সবসময়ই ছিল। সেরা হওয়ার পর প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। সামনে অনেকদূর এগিয়ে যেতে চাই, আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন দেখি।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+