ওবায়দুল কাদেরের সাথে দেখা করলেন নাহিম রাজ্জাক সহ সিনিয়র নেতারা!!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে দেখা করেছেন দলের সিনিয়র নেতারা।

বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যার দিকে তারা দেখা করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, হাজী নাহিম রাজ্জাক এমপি,

নেতারা বলেন, খুব শিগগিরই দেশে আসছেন না ওবায়দুল কাদের। তবে তার শারীরিক অবস্থা আল্লাহর রহমতে অনেক ভালো। দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য গত ৩ মার্চ ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে।

পরে এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। পরে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গত ৪ মার্চ বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

৫ এপ্রিল তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছুটি পান তিনি। এরপর থেকে এই হাসপাতালের পাশে একটি বাসায় অবস্থান করছেন তিনি।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+