মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে এমপির তহবিলের মাধ্যমে দেশের সকল মাটির রাস্তাকে পাকা করার নির্দেশ দিয়েছেন। দেশে আর কাঁচা রোড থাকবে না। আমার একা কাজ করা সম্ভব না তাই সকলে মিলে কাজ করলে ভালো একটি কাজ বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, মঙ্গলবার (৩০ এপ্রিল) শরীয়তপুরে এক অনুষ্ঠানে এই কথাগুলো বলেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় ডামুড্যা পৌরসভা মিলনায়তনে ডামুড্যা উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের নাহিম রাজ্জাক এমপি।
তিনি আরও বলেন, আগামী ৫ মে মধ্যে কাঁচা রাস্তা ঘাটের সকল তথ্য নেয়া হবে। যা আগামী অর্থ বছরে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে। সব কাজ জনপ্রতিনিধির একা করা সম্ভব না। আমরা জনপ্রতিনিধি, তাই আ. লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা মিলে সকল সমস্যার সমাধান করব।
তিনি সকলের উদ্দেশে বলেন, দুর্নীতি থেকে সকলকে মুক্ত থাকতে হলে অবশ্যই আমাদের চিন্তাভাবনার পরিবর্তন করতে হবে। বাংলাদেশকে আরও ভালো করে সাজাতে হলে অবশ্যই দুর্নীতিকে দূর করতে হবে। যার মাধ্যমে এ দেশ বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারবে। আমাদের পার্শ্ববর্তী উপজেলায় ‘মিড ডে মিল’ চালু আছে। ডামুড্যা পৌরসভায় আগামী দুই মাসের মধ্যে ‘মিড মিল’ চালু হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা সাধারণ সম্পাদক বাবু অনল কুমার, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা পৌরসভা মেয়র হুমায়ুন কবির বাচ্চু, ছৈয়াল উপজেলা আ. লীগের সভাপতি কামাল উদ্দিন মাষ্টার, গোসাইরহাটের সাবেক চেয়ারম্যান ও উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ নাসির, ডামুড্যা উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সরকারি বেসরকারি কার্যালয়ে কর্মকর্তা, আ. লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
Admin 100+Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated
Admin 100+Torch rally of Bangabandhu Inter-University Sports begins
Admin 100+সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ
Admin 100+