শরীয়তপুরে আইসিটির লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষণ

‘আমরা হবো জয়ী, আমরা দূর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে লানিং এন্ড আনিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার সকালে শরীয়তপুর সদর উপজেলা অডিটোরিয়ামে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থানী কমিটির সদস্য ও ইয়াং বাংলার কনভেনার নাহিম রাজ্জাক প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। ৫০ দিনব্যাপী প্রশিক্ষণে জেলার ৬ উপজেলার ১৬০ জন মেধাবী তরুণ-তরুণী শিক্ষার্থীরা অংশগ্রহন করছে। ২০ জন করে ৮ টি ব্যাচে ৫০ দিনের ২ ঘন্টা প্রশিক্ষণ গ্রহন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান ও আইসিটি কনসালনেন্ট নাজমুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক এমপি বলেন, পৃথিবী যেখানে আইসিটিতে সমৃদ্ধ হয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে, সেখানে বাংলাদেশের তরুণ তরুণীরা কিছুটা পিছিয়ে পড়েছে। তাই তাদের আইটি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের একান্ত প্রচেষ্টায় আইসিটি বিভাগের অনেক সমৃদ্ধ করা হয়েছে। তারই ফলশ্রুতিতে বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা আইটি বিশ্বে ইতিমধ্যেই নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে শুরু করেছে।

আমরা আশা করছি, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ এই বিভাগে বিশ্ব ব্যাপী নিজেদের জায়গা আরো সুদৃঢ় করতে সক্ষম হবে।

Ref: শরীয়তপুরে আইসিটির লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষণ

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+