‘আব্দুর রাজ্জাকের আদর্শ আজ বড় প্রয়োজন’

দেশের রাজনীতিক সম্প্রীতিকে আরো সুন্দর করার জন্য মরহুম জননেতা আব্দুর রাজ্জাকের আদর্শ আজ বড় প্রয়োজন মনে করেন দেশের বিশিষ্টজনেরা।  তারা বলেন, আব্দুর রাজ্জাকের মতো একজন সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ আজ বেঁচে থাকলে দেশের রাজনীতি আরো সমৃদ্ধ হতো।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স ভবনে ‘ জননেতা আব্দুর রাজ্জাক স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক স্মৃতি ট্রাস্টের চেয়ারপারসন ও দাতা সদদ্য ফরিদা রাজ্জাক। আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসানুজ্জামান চৌধুরী, কোষাধাক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজন করে আবদুর রাজ্জাক ফাইন্ডেশন।

অনুষ্ঠানের শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রধান করেন অতিথিরা।

এসময় তারা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বন্ধ করে সহমর্মিতা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। এজন্য আব্দুর রাজ্জাকের আদর্শকে এক উজ্জল দৃষ্টান্ত বলে অভিহিত করেন।

Published: 12:04 AM, January 04, 2017

Ref: ‘আব্দুর রাজ্জাকের আদর্শ আজ বড় প্রয়োজন’

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+