জ্বালানি দক্ষ যন্ত্রপাতি ক্রয়ে বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডকে ১২৭ কোটি টাকা ঋণ প্রদানে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) অনাপত্তিপত্র সাক্ষর করেছে। আজ বুধবার বিকেলে রাজধানীর রমনায় স্রেডা কার্যালয়ে এ অনাপত্তিপত্র চুক্তি সই হয়। জ্বালানি সাশ্রয়ে যন্ত্রপাতি স্থাপনে এ ঋণ দিচ্ছে জাপানের সাহায্য সংস্থা জাইকা। আর অর্থ আয়োজনের কাজ করছে অর্থ মন্ত্রণালয়ের সংস্থা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড ( ইডকল) ও বাংলাদেশ ব্যাংকের সহযোগি প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্টকচার ফিনান্স ফান্ড লিমিটেড (বিআইফএফএল)।
জাপানের সাহায্য সংস্থা জাইকার অর্থায়নে ৪ শতাংশ সুদে এ অর্থ ব্যয় করা হবে শিল্পখাতে জ্বালানি সাশ্রয় ও শিল্প কারখানার জ্বালানি দক্ষ যন্ত্রপাতি স্থাপন ব্যয়ে।
চুক্তি সই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিমেন্ট সেক্টরের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.কে.এম মাহবুব উজ-জামান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল মো. মাহবুব হায়দার খান, এনডিসি, পিএসসি (অব.) ও বসুন্ধরা গ্রুপের ব্যাংকিং বিভাগের ব্যবস্থাপক মো. রাজিব সামাদ।
মেঘনা সিমেন্ট ছাড়াও এই অর্থ পেয়েছে আরো তিনটি প্রতিষ্ঠান। আজ বুধবার এই তিন প্রতিষ্ঠানের সঙ্গেও অনাপত্তি চুক্তি সাক্ষর হয়েছে। এই তিন কম্পানি হলো- বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কম্পানি লিমিটেড ১১০ কোটি টাকা, প্রিটি ইকো এ্যাপারেলস ভিলেজ লিমিটেডকে ৮৪ কোটি ৪০ লাখ টাকা এবং তিথি টেক্সটাইল মিলসকে ৫৭ কোটি ৭৬ লাখ টাকা দেওয়া হবে।
শিল্প ও বাসাবাড়িতে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ জ্বালানি সাশ্রয় করতে চায় সরকার। এ লক্ষ্যমাত্রা অর্জিত হলে ৯৫ মিলিয়ন টন জ্বালানি তেল সাশ্রয় হবে যার মূল্য ৫১ বিলিয়ন টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, শিল্প কারখানাতে জ্বালানি সাশ্রয় ও জ্বালানি দক্ষতা অর্জনে প্রণোদনা প্রয়োজন। জ্বালানি সাশ্রয় উৎপাদনের চেয়ে লাভজনক। শিল্প মালিক ও জনগণকে সচেতন করতে হবে।
বাড়ি-ঘর ও অবকাঠামো নির্মাণে সাশ্রয়ী জ্বালানির বিষয়ে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিটি শিল্পে এনার্জি অডিট করা উচিত। জাইকা এ খাতে ৯০০ কোটি টাকা ঋণ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জাপানের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে মনে করেন তিনি।
বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
Admin 100+Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated
Admin 100+Torch rally of Bangabandhu Inter-University Sports begins
Admin 100+সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ
Admin 100+