“সৌর বিদ্যুৎ বাংলাদেশের জন্য অপেক্ষাকৃত একটি নতুন এবং সম্ভবনার শিল্প”

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে ও যুগান্তকারী পদক্ষেপের কারণে আজ বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে অভাবনীয় সফলতা এসেছে। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে আপনি জীবাশ্ম জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ও সৌর বিদ্যুতের ব্যবহারকে সবসময় প্রাধান্য দিয়েছেন এবং ২০০৯ সাল থেকে সৌর প্যানেল আমদানী খাতকে সম্পূর্ণ শুল্কমুক্ত রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।যার ফলশ্রুতিতে আজ বাংলাদেশের পঁয়তাল্লিশ লক্ষ বাসাবাড়িতে কম খরচে সোলার হোম সিস্টেম স্থাপন করা সম্ভব হয়েছে; যা প্রায় তিন কোটি গ্রামীণ জনগোষ্ঠীকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বিদ্যুৎ সুবিধার আওতাধীন করতে সাহায্য করেছে

প্রতিটি প্যানেল assembly করতে প্রয়োজনীয় ১০০% কাচাঁমাল বিদেশ থেকে আমদানী করতে হয়। তাই এই প্রযুক্তির বিকাশে দীর্ঘ মেয়াদি আমদানী শুল্কমুক্ত সুবিধার প্রয়োজন।কিন্তু ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণায় সৌর প্যানেল আমদানীর ক্ষেত্রে ১০% আমদানী শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।যা বাস্তবায়িত হলে আমরা আশংকা করি ভোক্তা পর্যায়ে সৌর প্রযুক্তির দাম ৪৫%-৫০% বৃদ্ধি পাবে এবং এই সেক্টরের অগ্রযাত্রা চরম ভাবে বাধাগ্রস্থ হবে। ইতিপূর্বে সরকারী অনুপ্রেরনায় বেসরকারি উদ্যোগক্তারা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডের উপর নির্ভরশীলতা কমানোর প্রশংসনীয় চেষ্টা করছিলেন।
বাংলাদেশ Climate Vulnerable Countries Forum সদস্য হিসাবে ২০৫০ সাল নাগাদ ১০০% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের চুক্তিতে সমর্থন করেছে।সৌরপ্যানেলের উপর আরোপিত আমদানীশুল্কের ফলে সামগ্রিকভাবে Emission Reduction এবং Sustainable Development Goal সমূহ বাস্তবায়ন বিশেষকরে সরকারের Intended Nationally Determined Contributions এর লক্ষ্য অর্জন দুরূহ হবে।

সোলারপ্যানেল, ইনর্ভাটার, চার্জ কন্ট্রোলার, সৌর সেচপাম্প ও অন্যান্য সৌর প্রযুক্তির উপর যে কোন ধরনের আমদানীশুল্ক প্রত্যাহারের জন্য আমরা আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকঅর্ষণ করছেন। উক্ত আলোচনা সভায় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+