দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে: নাহিম রাজ্জাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলবো যাতে আমাদের নুতন প্রজন্ম আধুনিক শিক্ষায় ও জ্ঞান প্রযুক্তিতে সমৃদ্ধ হতে পারে, শিক্ষর্থীরা আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারে, যাতে তারা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

শনিবার দারুল আমান উচ্চ বিদ্যালয়ে, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৪০ নং নান্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্পসারিত উর্ধ্বমূখী ভবন এর শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে শরীয়তপুর ৩আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক একথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মোঃ এমদাদুল হক (ইনূ) বেপারীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মাষ্টার কামাল উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী, দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন খান, সাবেক চেয়ারম্যান মোঃ মমিনুল হক মিন্টু সিকদার, ধানোকাঠি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, যুবলীগনেতা ফারুক আলম, নাহিদ প্রমুখ। পরে তিনি গুয়াখোলা ২নং ওয়ার্ডের নতুন পল্লী বিদ্যুৎ লাইন, গুয়াখোলা হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন করেন।
আইএনবি: পিংকি/ এমটিএস

Ref: দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে: নাহিম রাজ্জাক

জুলাই ২২, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+