আমার জয় বাংলা হচ্ছে “এই যুব সমাজকে নিয়ে আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করা” — নাহিম রাজ্জাক, সংসদ সদস্য, যুব

Let’s Talk on Youth Development organized by CRI in the sidelines of joy Bangla Youth Award- 2017 আমার জয় বাংলা হচ্ছে “এই যুব সমাজকে নিয়ে আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করা” — নাহিম রাজ্জাক, সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য যেসব তরুণ নেতৃত্বাধীন সংগঠন সমাজ উন্নয়নে, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখছে তাদেরকে জাতীয় উন্নয়নের ধারায় সংযুক্ত করা। নতুন প্রজন্মের অর্জনগুলোকে প্রচারের মাধ্যমে উজ্জীবিত করার পাশাপাশি তাদের মধ্যকার বন্ধন দৃঢ় করা। দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ এবার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ৫০ জন তরুণ। তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিতে ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হচ্ছে ইয়াং বাংলা। দেশ ও সমাজের অগ্রগতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবে ১০০ জন তরুণ। তাদের প্রতিষ্ঠানগুলো নিয়ে এ সময় কথা বলারও সুযোগ পাবে তারা। অতঃপর ২১ অক্টোবর বাছাইকৃত ৫০ জন তরুণ ও তাদের প্রতিষ্ঠানকে প্রদান করা হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। সেখানে উপস্থিত থাকবেন দেশের স্বনামধন্য ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। নিজ হাতে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই। ইয়াং বাংলা পরিচালিত প্রতিষ্ঠান সিআরআইয়ের এই কার্যনির্বাহী পরিচালক আরও বলেন, ‘এবার সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া উন্নয়নসহ আরও বেশ কিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সমাজ থেকে যেকোনো ধরনের নিষ্ঠুরতা ও সহিংসতা দূরীকরণ এবং মাদক থেকে তরুণদের দূরে রাখার কার্যক্রমে সহায়তা করেছে। এগুলোর পাশাপাশি শিশুদের সামাজিক সহায়তা প্রদান, স্কুলে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, পথশিশু, শিশু বা প্রতিবন্ধীদের সহায়ক কার্যক্রম, অসহায় নারী, বৃদ্ধ, সংখ্যালঘু সম্প্রদায়, শরণার্থী, হতদরিদ্র ও সমাজের অসহায়দের সহায়ক কার্যক্রমের জন্যও পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া বেকারত্ব দূরীকরণের উদ্যোগ গ্রহণ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস কার্যক্রম, টেকসই আবহাওয়া ব্যবস্থাপনা কার্যক্রমসহ তরুণদের ক্রীড়া ও শারীরিক শিক্ষা বিষয়ক কার্যক্রমকে পুরস্কারের জন্য বিবেচনাধীন রাখা হয়েছে। ২০১৫ সালে প্রথমবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আয়োজনে ১৫০০ আবেদন থেকে ৩০ জন তরুণ ও তাদের প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। তরুণদের চাকরির সুযোগ সৃষ্টি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বয়স্ক শিক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রমের জন্য এই পুরস্কার পায় তারা। বিগত দুই বছরে এই ৩০ জন পুরস্কার বিজয়ীদের নিয়ে নানা আয়োজন করে ইয়াং বাংলা। ইয়াং বাংলা ও মাইক্রোসফট বাংলাদেশের মধ্যকার এক সমঝোতার মাধ্যমে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড জয়ীদের ১০ জন কম্পিউটার ল্যাব পায়। এর ফলে স্থানীয় পর্যায়ে তারা আইসিটি শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে তরুণদের কর্মক্ষম করে তুলতে পারছে। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড জয়ী কয়েকজনের পাশাপাশি ৯ সদস্যের তরুণ কর্মীদের একটি দল চীনে সফর করে। এছাড়া তিনজন বিজয়ী নিয়ে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করে। দুই দেশের তরুণদের মাঝে সেতুবন্ধন তৈরি এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল। ‘তরুণরাই বর্তমানে উদ্ভাবনীমূলক সৃজনশীল উদ্যোগ গ্রহণ করছে। এই উদ্যোগকে স্বীকৃতি দিতে আবারও শুরু হয়েছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।’

More News

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University champ inaugurated

Admin 100+

Torch rally of Bangabandhu Inter-University Sports begins

Admin 100+

সোনার মানুষের খোঁজে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ

Admin 100+